বিজ্ঞাপন
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বাজার থেকে ‘ইজি ফার্মস লিমিটেড’-এর তিনটি ষাঁড় গরু নিয়ে ট্রাকযোগে ঢাকা যাচ্ছিলেন মো. ইয়াকুবসহ চারজন। পথিমধ্যে মাদারীপুরের শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের সাড়ে বিশরশি এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ট্রাকটির গতিবিধি রোধ করে ব্যারিকেড দেয়।
ডাকাতরা চাপাতিসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাদী ও ট্রাকে থাকা ব্যক্তিদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা গরুসহ ট্রাক এবং ভুক্তভোগীদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক-এর নির্দেশনায় এবং শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মো. সালাহ উদ্দিন কাদের-এর নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে শরীয়তপুর জেলার ডামুড্যা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডাকাতির সাথে জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মো. আফজাল হোসেন (৫১) ২. মো. জাকির হোসেন হাওলাদার (৩৮)
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ষাঁড় গরু উদ্ধার করা হয়েছে। এর আগে অন্য এক অভিযানে পাচ্চর এলাকা থেকে লুণ্ঠিত ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ।
অভিযান সম্পর্কে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) জনাব মো. সালাহ উদ্দিন কাদের জানান, "মাদারীপুর জেলা পুলিশ ডাকাতি, ছিনতাই ও খুনের মতো অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...