Logo Logo

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথের’র ১৮তম প্রয়াণ দিবস পালিত


Splash Image

সোমবার (৫ জানুয়ারি), রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের প্রখ্যাত বৌদ্ধ ধর্মগুরু, প্রয়াত রাজগুরু অগ্রবংশ মহাথের’র ১৮তম প্রয়াণ দিবস।


বিজ্ঞাপন


সকাল ১০টায় পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি শাখা এবং বিহার পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দিনটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিন্ডদান এবং একটি বিশেষ স্মরণ সভা।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর্য্যলঙ্কার মহাথের। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেরণছড়ি দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিপুল জ্যোতি মহাথের।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শাক্যপ্রিয় স্থবির এবং শাসন জ্যোতি ভিক্ষু। ধর্মীয় গুরুদের পাশাপাশি অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার দয়ারঞ্জন চাকমা, সুশীল কার্বারী এবং কেরণছড়ি দশবল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আরতি চাকমাসহ এলাকার উপাসক-উপাসিকাবৃন্দ।

উল্লেখ্য, রাজগুরু শ্রীমৎ অগ্রবংশ মহাস্থবির জন্ম ২৩ নভেম্বর ১৯১৩ সালে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার কুতুবদিয়া গ্রামে। তার গৃহী নাম ফুলনাথ তঞ্চঙ্গ্যা। তিনি ১৯২৯ সালে ২২ বছর বয়সে প্রবজ্যা গ্রহণ করেন এবং ১৯৩৯ সালে উপসম্পদা উপাধি লাভ করেন। শিক্ষাজীবনে তিনি ত্রিপিটক শাস্ত্রে এমএ এবং পালি শাস্ত্রে ডবল এমএ ডিগ্রি অর্জন করেন।

১৯৫৬ সালে মায়ানমারের বৌদ্ধ শাসন কাউন্সিল থেকে ‘অগ্গমহাপণ্ডিত’ উপাধি এবং ২০০৪ সালে ‘অগ্গমহাসদ্ধম্মজোতিকাধজ’ রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা লাভ করেন। ২০০৩ সালে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের মহাসংঘনায়ক পদে ভূষিত হন। ১৯৫৮ সালে চাকমা রাজার আমন্ত্রণে দেশে ফিরে রাজগুরু পদে অভিষিক্ত হন। তিনি ২০০৮ সালের ৫ জানুয়ারি মহাপ্রয়াণ লাভ করেন।

স্মরণসভায় বক্তারা রাজগুরু অগ্রবংশ মহাথেরের অসাধারণ শিক্ষাজীবন, পার্বত্য অঞ্চলের বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি তাঁর অবদান এবং মানবিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...