Logo Logo

ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের


Splash Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইনুল ইসলাম মান্না এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন জুবায়ের হাওলাদার।


বিজ্ঞাপন


রোববার (৪ জানুয়ারি) রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মাসুম বিল্লাহ, জুয়াইরিয়া, আব্দুল রাজ্জাক, হারুন আর রশিদ, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান ও তানিম আহম্মেদ।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মাছুম বিল্লাহ ও মুয়াবিয়া মাকনুনকে। পাশাপাশি যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার, আব্দুল্লাহ আল মাসুম, এমরান হোসেন, মো. নুর ইসলাম, ফোরকান হোসেন ও মিন্টু হাওলাদার।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারিকুল ইসলামকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রাইয়ান সাইয়ান, টুটুল মিয়া, কিসলু হাসান, ফরিদ হোসেন, রাসেল হোসেন, মাহিয়া আক্তার আন্নি, হানিফ ও হাসান।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে মারিয়া আক্তার, দপ্তর সম্পাদক হিসেবে রাইসুল ইসলাম, সহদপ্তর সম্পাদক হিসেবে আব্দুল্লাহ, প্রচার সম্পাদক হিসেবে বাপ্পি দাস এবং কোষাধ্যক্ষ হিসেবে আব্দুল লতিফকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ কমিটিতে আরও ৪৪ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই জেলা কমিটির মাধ্যমে ঝালকাঠি জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...