বিজ্ঞাপন
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালিয়ে মার্কিন সেনারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে। আটকের পরপরই তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে।
ভেনেজুয়েলায় সৃষ্ট এই সাম্প্রতিক ও নজিরবিহীন পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ যে কোনো দেশের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক বিরোধ নিরসনে কূটনৈতিক তৎপরতা এবং সংলাপের ওপর গুরুত্ব দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিসমূহের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে বাংলাদেশ বিশ্বাস করে, শান্তিপূর্ণ সংলাপ ও আলোচনার মাধ্যমেই সব ধরনের বিরোধের সমাধান সম্ভব।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...