বিজ্ঞাপন
বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক কাজী সাইফুদ্দিন।
তদন্তকালে পরিবেশ আইন অমান্য করার প্রমাণ পাওয়ায় মেসার্স রনি ব্রিকস-১ এবং মেসার্স সান ব্রিকস-এর মালিককে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ চিমনি ও অবকাঠামো থাকায় তিনটি ইটভাটা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে কোনো প্রকার প্রশাসনিক অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল। এর ফলে স্থানীয় কৃষি জমি ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছিল। অভিযান চলাকালে ভাটার চিমনি, কিলন ও অন্যান্য স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করেন বরিশাল জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।
পরিবেশ রক্ষায় এবং অবৈধ ইটভাটার দূষণ রোধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...