Logo Logo

পাথরঘাটায় বিচারকের কক্ষে ঘুষ দিতে গিয়ে পুলিশের এসআই আটক


Splash Image

বরগুনার পাথরঘাটায় আদালতের বিচারককে ঘুষ দিয়ে এক আসামির জামিন করানোর চেষ্টার অভিযোগে শাহরিয়ার জালাল নামে এক উপপরিদর্শককে (এসআই) আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্ষে এ নজিরবিহীন ঘটনা ঘটে।

আটক শাহরিয়ার জালাল পাথরঘাটা থানায় কর্মরত। আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ তাঁর খাস কামরায় অবস্থান করছিলেন। এ সময় অনুমতি নিয়ে এসআই শাহরিয়ার জালাল সেখানে প্রবেশ করেন। সালাম বিনিময়ের পর তিনি আদালতের ‘সিআর ৭৮০/২৩’ নম্বর মামলার নথিপত্র দেখিয়ে আসামি মো. রাজু মিয়ার জামিনের জন্য সুপারিশ করেন।

আদালত সংশ্লিষ্টরা জানান, এসআই শাহরিয়ার জালাল বিচারককে জানান যে ওই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি আসামিকে জামিন দিয়ে একটি ‘রিকল’ আদেশের ব্যবস্থা করার জন্য বিচারককে অনুরোধ করেন। একপর্যায়ে বিচারককে অবৈধভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে তিনি ঘুষ হিসেবে টাকা দেওয়ার প্রস্তাব করেন।

বিচারক মো. পনির শেখ এই অনৈতিক প্রস্তাবে বিব্রত ও ক্ষুব্ধ হন। বিষয়টি সরকারি কর্মাচারীর গুরুতর অসদাচরণ ও ফৌজদারি অপরাধ হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে কোর্ট পুলিশের সিএসআই, জিআরও এবং আদালতের কর্মচারীদের উপস্থিতিতে ওই এসআইকে আটকের নির্দেশ দেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল)-এর মাধ্যমে বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই-খুদাকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ সুপার এই ঘটনায় বিভাগীয় মামলা দায়েরের আশ্বাস দেন এবং বিচারকের কাছে অনুরোধ জানান।

পরবর্তীতে বিকেল ৫টার দিকে বিভাগীয় মামলার শর্তে এবং পাথরঘাটা থানার ওসির জিম্মায় একটি মুচলেকা প্রদানের মাধ্যমে এসআই শাহরিয়ার জালালকে আদালত থেকে মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মংচেনলা বলেন, “বিষয়টি ম্যাজিস্ট্রেট এবং এসআই শাহরিয়ার জালালের সাথে সংশ্লিষ্ট। বিচারক অর্ডার শিটে যা সিদ্ধান্ত দেবেন, সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর বেশি কিছু এই মুহূর্তে বলার সুযোগ নেই।”

বরগুনা জেলা পুলিশ বিভাগ জানিয়েছে, একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ অনভিপ্রেত এবং এর বিরুদ্ধে কঠোর বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...