Logo Logo

কলাপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার পাখিমারা শাখায় ব্যাংকটির উদ্যোগে দুই শতাধিক শীতার্ত, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


পাখিমারা আল-আরাফাহ ইসলামী ব্যাংক শাখার হল রুমে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আইয়ুব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক আলীপুর শাখার ব্যবস্থাপক মোঃ রেজাউল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ রহিম বাদশা তালুকদার, মোঃ নুরে আলম, পাখিমারা বাজার ব্যবসায়ী সমিতির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, দুলাল হাওলাদার ও মোঃ হিরন মিয়া। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে নীলগঞ্জ ইউনিয়নের কবিতা রানী বলেন, "অনেকদিন ধইরা শীতে কষ্ট করতেছি। মোগো নুন আনতে পান্তা ফুরায়, গরম কাপড় কেনার সাধ্য নাই। এহন কম্বল পাইছি, আর শীতে কষ্ট করা লাগবে না। যারা এই কম্বল দেলেন তাদের জন্য দোয়া করি।"

সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান আইয়ুব বলেন, "সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের মতো এবারও আমরা অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছি। আজ আমরা পর্যায়ক্রমে প্রায় ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমাদের এই মানবিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

বক্তারা সমাজের বিত্তবান ও অন্যান্য প্রতিষ্ঠানকেও একইভাবে শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...