Logo Logo

দাগনভূঞায় ফসলি জমির মাটি কাটা রোধে গভীর রাতে বিশেষ অভিযান


Splash Image

ফসলি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে উপরিভাগের মাটি (টপসয়েল) কাটা বন্ধে ফেনীর দাগনভূঞায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৫ জানুয়ারি) গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত পরিচালিত এই অভিযানে মাটি কাটার সরঞ্জাম জব্দসহ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।


বিজ্ঞাপন


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১:০০ টা থেকে শুরু করে রাত ২:১০ টা পর্যন্ত উপজেলার রাজাপুর, সিন্দুরপুর ও রামনগর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। অভিযানে আনসার সদস্যদের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান চলাকালে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে হাতে-নাতে ০৪ টি ট্রাক্টর জব্দ করা হয়। এছাড়া দুর্গম এলাকা ও প্রতিকূল পরিস্থিতির কারণে মাটি কাটায় ব্যবহৃত ০২ টি এস্কেভেটর (ভেকু) ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় সেগুলোকে তাৎক্ষণিকভাবে অকেজো করে দেওয়া হয়।

মাটি কাটার সাথে জড়িত মূল হোতা এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের (ইউএলএও) বিস্তারিত তালিকা তৈরির দায়িত্ব প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম জানান, কৃষি জমির উর্বরতা নষ্ট করে যারা অবৈধভাবে টপসয়েল বা মাটি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং কৃষিখাত রক্ষায় এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...