Logo Logo

নকলায় বেশি দামে এলপিজি বিক্রি, ৫ ডিলারকে জরিমানা


Splash Image

শেরপুর জেলার নকলা উপজেলায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ও বিধি লঙ্ঘনের দায়ে পাঁচটি ডিলার প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে নকলা উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাসান ফেরদৌস আলম, নকলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মামুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে তালুকদার এন্টারপ্রাইজের মালিক হাসান তালুকদারকে ৫ হাজার টাকা, মেসার্স হাসান এন্টারপ্রাইজের নূর মোহাম্মদকে ৮ হাজার টাকা, নিউ আরিফ মেশিনারিজের আরিফুর রহমানকে ২ হাজার টাকা, মিজা ইলেকট্রনিকস অ্যান্ড হার্ডওয়্যারের মিজানুর রহমানকে ২ হাজার টাকা এবং মেসার্স রাইয়ান এন্টারপ্রাইজের আজাদুল হককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সংশ্লিষ্ট ডিলাররা ক্যাশ মেমো না দিয়ে, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছিলেন। এর মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট ও অস্থিরতা সৃষ্টি করে ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত মুনাফা লুফে নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...