বিজ্ঞাপন
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শুরু হয় কোরআন খতমের মধ্য দিয়ে এবং পরবর্তীতে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, শফিকুল ইসলাম শফিক, পৌর সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, উপজেলা দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুবদলের আয়বায়ক আশরাফুদ্দৌলা মামুন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাব্বত আলী, বিএনপি নেতা কায়কোবাদ, বদিউজ্জামান ও আব্দুল হামিদ।
এছাড়াও মহিলা নেত্রী নাসরিন আক্তার পুটি, শাহনাজ ও লায়লা, যুবদল নেতা আল আমিন, সবাইদুল, আলমগীর হোসেন, আরিফ আবু তাহের ও মেহেদী হাসান লিটনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক সোহেল রানা। অনুষ্ঠানে শেরপুর উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই অনুষ্ঠান মূলত বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...