Logo Logo

শার্শায় কুদ্দুস আলী বিশ্বাসের নিজ অর্থায়নে ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান


Splash Image

যশোরের শার্শার বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ৬৬৯ খুলনা) এর উদ্যোগে ৬ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে ৩৫ হাজার টাকা করে’ মোট ২ লক্ষ ১০ হাজার টাকা মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে’ শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নিজ অর্থায়নে ৬ জন মৃত শ্রমিকদের পরিবারের মাঝে এ মরণোত্তর ভাতা প্রদান করা হয়।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস নিজ হাতে ৬ জন মৃত মটর শ্রমিকের পরিবারের হাতে নগত ৩৫ হাজার টাকা করে’ মোট ২ লক্ষ ১০ হাজার টাকা তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির ও মোনায়েম হোসেন।

উক্ত মরণোত্তর ভাতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মটর শ্রমিক ইউনিয়নটির সভাপতি মো. আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লিটু সরদার, দপ্তর সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন, সড়ক সম্পাদক আশারাফ হোসেন ছন্টু, আবুল কালাম সবুজ, আনিসুর রহমান কিনা, ড্রাইভার তবিবার, রনি, বাহার, জাহাঙ্গীর প্রমূখ।

অনুষ্ঠান শেষে মটর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, আগামীতেও প্রতিটি মৃত শ্রমিকের পরিবারের মাঝে মরণোত্তর ভাতা প্রদান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...