বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে ঘণ্টাব্যাপী কোটালীপাড়া উপজেলা পল্লী উন্নয়ন একাডেমীর সম্মুখে এই বর্ণাঢ্য প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিরাজ হোসেন, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, গোপালগঞ্জ সেনা ক্যাম্পের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন।
ইউএনও সাগুফতা হক তার বক্তব্যে বলেন, "সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার এবং রাষ্ট্র সংস্কারে গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করাই এই প্রচারণার মূল উদ্দেশ্য।" তিনি আরও উল্লেখ করেন যে, এই কার্যক্রমের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দিকনির্দেশনামূলক বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা হচ্ছে।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোটালীপাড়ার সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
প্রচারণার বিশেষ আকর্ষণ হিসেবে ‘ভোটের গাড়ি’র পাশে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক একটি উন্মুক্ত লেখনী বোর্ড এবং একটি জনমত বাক্স স্থাপন করা হয়। সেখানে উপস্থিত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রত্যাশা, মতামত এবং নতুন বাংলাদেশ নিয়ে তাদের ভাবনার কথা লিখে জমা দেন।
উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২২ ডিসেম্বর থেকে দেশব্যাপী ১০টি বিশেষায়িত গাড়ি নিয়ে ‘সুপার ক্যারাভান’ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এটি দেশের বিভিন্ন প্রান্তে নাগরিক দায়িত্ব ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...