বিজ্ঞাপন
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের (BG148) ফ্লাইটে চট্টগ্রাম আসেন মো. আবু জাহেদ নামের এক যাত্রী। তিনি কসমেটিকস আনার ঘোষণা দিয়ে বিমানের কার্গোতে তার ব্যাগেজটি পাঠান। রাত সাড়ে আটটার দিকে সেই ‘ইউ-ব্যাগেজ’ কার্গো টার্মিনালে স্ক্যানিং করার সময় ভেতরে স্বর্ণসদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে সিঅ্যান্ডএফ এজেন্ট মাউন্টেইন শিপিং লিমিটেডের প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগটি খোলা হয়। জুয়েলারি বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই করে সেখান থেকে ১২০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।
এদিকে একই দিন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা জাহাঙ্গীর আলম নামের আরেক দুবাই ফেরত যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে আটক করেন। কাস্টম হাউসের সহকারী কমিশনার আলিফ রহমান নির্ভুল জানান, জাহাঙ্গীর ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে সকালে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। তল্লাশিকালে তার সাথে থাকা একটি চার্জার লাইটের ভেতরে ব্যাটারির পরিবর্তে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণ উদ্ধার করা হয়।
সাম্প্রতিক সময়ে শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের নজরদারি জোরদার করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত স্বর্ণ নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা দেওয়া হবে। এছাড়া আটককৃত যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...