Logo Logo

শার্শায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, অর্থদণ্ড প্রদান


Splash Image

যশোরের শার্শার বাগআঁচড়ায় দুটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আহম্মাদ আলী ও মশিয়ার রহমান নামে দুই ব্যক্তিকে ৪০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বাগআঁচড়া ঘোষ পাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম।

জানা গেছে, শার্শা উপজেলা সরকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মখদুম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের যৌথ টিম বাগআঁচড়া ঘোষপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় চিটাগুড়, চিনি, ফিটকিরি ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরীর অপরাধে ঐ দুইজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানকালে শার্শা থানা পুলিশের সদস্য ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম জানান, জনস্বার্থে ভেজাল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...