Logo Logo

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সাথে ‘বাকশিস’ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়


Splash Image

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাকশিস নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান। একইসঙ্গে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক মতবিনিময় করেন তাঁরা।

সাক্ষাৎকালে চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, “সততা ও নিষ্ঠার সঙ্গে বোর্ড সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারকে নিয়ে কাজ করে যাবো। সবাই সহযোগিতা করলে বৈষম্যহীন ও সাম্যতার ভিত্তিতে কাজ করতে কোনো সমস্যা হবে না।”

এরপর বাকশিস নেতৃবৃন্দ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ. কে. এম. সামছু উদ্দিন আজাদ মহোদয়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, “আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় অর্থবহ সংস্কার করা সম্ভব।”

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সমীর কান্তি দাশ, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মু. আবু তৈয়ব, অধ্যক্ষ এস. এম. মিছবাহ উর রহমান, অধ্যক্ষ সরোয়ার সালেক সিকদার, উপাধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ উদ্দিন, সহকারী সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইউনুচ মিঞা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসেন শহীদ অহিদুল আলম, দপ্তর সম্পাদক সঞ্জীব সেন গুপ্ত। মহানগর শাখার দপ্তর সম্পাদক অধ্যাপক মিল্টন কুমার নাথ, জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক এস. এম. রাশেদ, তথ্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক আহমেদ মাইনুল হাসানসহ জেলা ও মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা ও মহানগর কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন, অধ্যক্ষ মনোজ কুমার দেব, অধ্যাপক শিমুল বিকাশ দাশ ও অধ্যাপক আবুল হাশেম প্রমুখ।

সাক্ষাৎ ও মতবিনিময়কালে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং চলমান সংস্কার কার্যক্রমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিবেদক- সাইফুল ইসলাম, চট্টগ্রাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...