Logo Logo

অসহায় অন্ধ বৃদ্ধার কক্ষে আলোর ব্যবস্থা করল ‘সমাজ দর্পণ মানবিক ফাউন্ডেশন’


Splash Image

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে অন্ধকারেই দিন কাটছিল শতবছর বয়সী এক অসহায় অন্ধ বৃদ্ধা মায়ের। অবশেষে মানবতার আলো নিয়ে তার পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন ‘সমাজ দর্পণ মানবিক ফাউন্ডেশন’।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে সংগঠনটির পক্ষ থেকে ওই বৃদ্ধা মায়ের কক্ষে সৌরবিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়। একই সঙ্গে তাকে শীতবস্ত্র, খাদ্যসামগ্রী প্রদান করা হয় এবং নিয়মিত সহায়তার অংশ হিসেবে প্রতি মাসে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় সংগঠনটি।

জানা যায়, দীর্ঘদিন ধরে আলো-বাতাসহীন ওই পরিত্যক্ত ভবনে মানবেতর জীবনযাপন করছিলেন ওই বৃদ্ধা মা। কয়েকদিন আগে তার দুর্দশার চিত্র তুলে ধরে স্থানীয় কয়েকটি অনলাইন পোর্টালে ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় ব্যবসায়ী সরোয়ার হোসেন বাবুল নিজ উদ্যোগে আশ্রয়হীন ওই বৃদ্ধা মায়ের দেখভাল করছেন।

সরোয়ার হোসেন বাবুল জানান, ২০১৩ সাল থেকে ওই বৃদ্ধা মা তার আশ্রয়ে আছেন। পরবর্তীতে ২০১৯ সাল থেকে তিনি সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান। এরপর থেকে একজন কাজের মহিলার মাধ্যমে তার দেখাশোনার ব্যবস্থা করা হয়। তবে আর্থিক সংকটের কারণে সব ধরনের প্রয়োজন পূরণ করা তার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তিনি বিভিন্ন মহলের কাছে বৃদ্ধা মায়ের কক্ষে অন্তত একটি আলোর ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানালেও তা বাস্তবায়ন হয়নি। এমন মানবিক আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসে সমাজ দর্পণ মানবিক ফাউন্ডেশন-এর। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংগঠনটি দ্রুত সহযোগিতার সিদ্ধান্ত নেয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “মানবতার আলো ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের গরিব, দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ কাকচিড়া বাজারসংলগ্ন পরিত্যক্ত ভবনে বসবাসরত এক অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে সমাজ থেকে অনেক কষ্ট লাঘব হবে। মানবিক এমন উদ্যোগ অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...