বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে এবং গতকাল বুধবার (০৭ জানুয়ারি) রাতে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে পৃথক দুটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন।
পদত্যাগকারী দুই নেতা হলেন: ১. তুষার কান্তি বাইন: যুগ্ম সাধারণ সম্পাদক, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ। ২. রুবেল মন্ডল: যুগ্ম সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ, গোপালপুর ইউনিয়ন।
আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে রুবেল মন্ডল বলেন, "আমি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় এবং আমার শারীরিক অবস্থা ভালো না থাকায় সংগঠনের কোনো সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকা সম্ভব নয়। তাই আমি আজ থেকে ওই পদ ও সংগঠন থেকে পদত্যাগ করছি। এখন থেকে সংগঠনের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।"
অন্যদিকে, বুধবার রাতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ নেতা তুষার কান্তি বাইন। তিনি তার লিখিত বক্তব্যে জানান, "বিগত সরকার আমলে আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে পারিবারিক কারণ ও অসুস্থতার জন্য আমি কখনোই সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম না। বর্তমানে আমি নানা জটিল রোগে আক্রান্ত। তাই সুস্থ মস্তিস্কে ও স্বজ্ঞানে আমি পদত্যাগ করছি।"
৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন এবং সম্প্রতি ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর গোপালগঞ্জের স্থানীয় রাজনীতিতে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। সংবাদ সম্মেলনে উভয় নেতাই ভবিষ্যতে আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কোনো কার্যক্রমে আর সম্পৃক্ত হবেন না বলে সাফ জানিয়ে দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...