Logo Logo

বাকেরগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে সুতার জাল বিতরণ


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে সুতার জাল বিতরণ করা হয়েছে। ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় সরকারি এই সহায়তা প্রদান করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই জাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের নিয়ম অনুযায়ী উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ৫০টি গ্রুপকে এই সহায়তার আওতায় আনা হয়েছে। প্রতিটি গ্রুপে ৩ জন করে মোট ১৫০ জন জেলের মাঝে মোট ৫০টি উন্নতমানের সুতার জাল বিতরণ করা হয়।

জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা জনাব হাদিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী জেলেরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় এবং মাছের উৎপাদনকে টেকসই করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আরও উল্লেখ করেন যে, জেলেদের নিয়ম মেনে মাছ আহরণে উদ্বুদ্ধ করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। অবৈধ জাল ব্যবহার বর্জন করে সরকারি নিয়ম মেনে ইলিশ আহরণ করার জন্য তারা জেলেদের প্রতি আহ্বান জানান।

উপস্থিত জেলেরা এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ইলিশ সম্পদ রক্ষায় প্রশাসনের সাথে একাত্মতা ঘোষণা করেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...