বিজ্ঞাপন
গত বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডবাসীর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জনসম্মুখে তার পরিহিত বুলেটপ্রুফ জ্যাকেটটি প্রদর্শন করেন।
মতবিনিময় সভা চলাকালীন এস এম জিলানী উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, "আমাদের জীবনের হুমকি আছে—এটা সত্যি।" এ সময় তিনি প্রথমে গায়ের চাদর খোলেন এবং এরপর পাঞ্জাবির বোতাম খুলে ভেতরে থাকা বুলেটপ্রুফ জ্যাকেটটি দেখান। তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, "জানি না কখন কী হয়? তারপরও জনগণের পাশে থাকার ঝুঁকি আমি নিয়েছি।"
দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে এস এম জিলানী বলেন, চরম প্রতিকূলতার মাঝেও তিনি এলাকা ছেড়ে যাননি। বিগত নির্বাচনের স্মৃতিচারণ করে তিনি বলেন, "২০১৮ সালের নির্বাচনে আমাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। আমার অনুপস্থিতিতে স্ত্রী মনোনয়নপত্র জমা দিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রার্থীতা টিকিয়ে রেখেছিলেন। কিন্তু নির্বাচনের নামে প্রহসন করে আমাকে মাত্র ১২৩টি ভোট দেওয়া হয়েছিল। লজ্জা নেই আমার। আমি ২০০৮ সালে ৫ হাজার ভোট পেয়েছিলাম। ওরা দিয়েছিলো, আমি পাইনি।"
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস.এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সভায় উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...