Logo Logo

বরগুনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


Splash Image

বরগুনা সদর উপজেলার ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নে চিহ্নিত মাদক ব্যবসায়ী, চোর ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েছেন। ৯নং ওয়ার্ডের পাতাকাটা গ্রামের কুখ্যাত মাদক কারবারি ও সন্ত্রাসী ছগির হাওলাদার, আবু কালাম আকন এবং ছগির মোল্লাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় কয়েকশ জনতা।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকার সময় পাতাকাটা গ্রামে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, অভিযুক্ত ছগির হাওলাদার, আবু কালাম আকন এবং ছগির মোল্লা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কেউ তাদের এসকল অপকর্মের প্রতিবাদ করলে রাতের আঁধারে প্রতিবাদকারীর বাড়িতে চুরি-ডাকাতি সংঘটিত হয় এবং নারীদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। তাদের ভয়ে গ্রামের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানববন্ধনে উপস্থিত হয়ে এলাকাবাসীর দাবির সাথে একাত্মতা পোষণ করেন বিএনপি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম মামুন। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "বরগুনার মাটিতে কোনো সন্ত্রাসী ও মাদক বিক্রেতার স্থান হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসীদের কোনো দল নেই, তাদের একমাত্র পরিচয় তারা সন্ত্রাসী। যদি দলের কেউ এই অপরাধীদের পৃষ্ঠপোষকতা করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জানান, অভিযুক্ত তিনজনের বিরুদ্ধেই থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাদের বিভিন্ন সময় গ্রেফতার করলেও জামিনে বেরিয়ে এসে তারা পুনরায় একই অপরাধে লিপ্ত হয়। তিনি আরও বলেন, "এদের অত্যাচারে এলাকার মা-বোনেরাও আজ নিরাপদ নয়। আমরা প্রশাসনের কাছে এদের স্থায়ী প্রতিকার এবং কঠোর শাস্তি দাবি করছি।"

বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তারা জানান, এই চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...