Logo Logo

ঝালকাঠিতে পাঁচটি অবৈধ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা


Splash Image

ঝালকাঠির নলছিটি উপজেলায় পরিবেশ দূষণের দায়ে পাঁচটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ইটভাটার অবৈধ স-মিল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটাগুলোর চুল্লির আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিলক ব্রিকসকে ১ লাখ টাকা, রিয়াজ-১ ব্রিকসকে ৫ লাখ টাকা, এমএমআর ব্রিকসকে ৩ লাখ টাকা, এসআরবি ব্রিকসকে ১ লাখ টাকা এবং রিয়াজ-২ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম এবং ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটা এবং পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...