Logo Logo

ফেনীর দাগনভুইয়ার আতাতুর্ক স্কুলে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান


Splash Image

ফেনীর দাগনভুইয়া উপজেলার আতাতুর্ক স্কুল মাঠে ৫৪তম শীতকালীন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভুইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল আলম এবং সাংবাদিক মো. ইমাম হাছান কচি। এ সময় বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণকালে ক্রীড়া সমিতির কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...