বিজ্ঞাপন
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর চাটখিল বাজারের সেন্টার পয়েন্টে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মৌসুমী জারিন সনিয়া ও তার পরিবারের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ব্যারিস্টার খোকন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর প্রমাণিত হয়েছে তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গোটা দেশের নেত্রী। তার মৃত্যুর পর পুরো ঢাকা শহর জানাজার শহরে পরিণত হয়েছে।
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য বিশ্ব যেমন নেলসন ম্যান্ডেলার কথা স্মরণ করে, তেমনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়াকেও স্মরণে রাখবে জনগণ।
এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মৌসুমী জারিন সনিয়া, চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, বিএনপি নেতা দেওয়ান সামছুল আরেফীন শামীম, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, পৌরসভা যুবদলের আহবায়ক মাসুদ রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ উন নবী বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
মেডিক্যাল ক্যাম্পে ছয় জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী বিভিন্ন রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।
প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...