Logo Logo

আবাবিল যুব সংঘের উদ্যোগে ৭০ জন হাফেজের মাঝে পাগড়ী প্রদান


Splash Image

আবাবিল যুব সংঘের উদ্যোগে নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী গ্রামে অবস্থিত নূর মোহাম্মদ ভুঁইয়া এতিমখানা ও মাদ্রাসায় ৭০ জন হাফেজে কোরআন শিক্ষার্থীর মাঝে পাগরি প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (৯ জানুয়ারি) এক অনাড়ম্বর ও ধর্মীয় পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা মোঃ আল মমিন হোসাইন সজিব। বিশেষ অতিথি ছিলেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল উদ্দিন সরকার বাদল।

এ সময় আরও উপস্থিত ছিলেন আবাবিল যুব সংঘের পরিচালক ও সদস্যবৃন্দ— মাওলানা সাইফুল ইসলাম, আতিকুল ইসলাম, মাসুমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে হাফেজে কোরআন শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মান জানানো হয় এবং তাদের জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা মোঃ আল মমিন হোসাইন সজিব বলেন, “হাফেজে কোরআনরা আমাদের জাতির গর্ব। পবিত্র কোরআন ধারণ ও সংরক্ষণে তাদের অবদান অপরিসীম। আবাবিল যুব সংঘ সবসময় দ্বীনি শিক্ষা ও মানবিক কার্যক্রমে পাশে থাকবে। ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা ও কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...