বিজ্ঞাপন
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা গত ৩ জানুয়ারি ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ৫ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশনে গিয়ে আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন জমা দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু হয়েছে শনিবার থেকে, যা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল গ্রহণের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থী ছাড়াও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা প্রার্থীর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরা আপিল করতে পারবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...