বিজ্ঞাপন
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পশ্চিম বীরগাঁও কানারা বাড়ীতে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়।
বায়তুল আমান জামে মসজিদ ভিত্তিক এই সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলাম।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সাভারস্থ সুলতান আহম্মদ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রেজাউল করীম কাসেমী। তিনি পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে সমসাময়িক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
বিশেষ বক্তা হিসেবে দ্বীনি বয়ান রাখেন সিদ্দীক নগর মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রফিক বিন হারুন, জামালপুর মাহমুদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা জোবায়ের আহমেদ মাহমুদী। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগণ ইসলামের তাৎপর্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনা পর্ব শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ্ আলম উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মাহফিল সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...