বিজ্ঞাপন
শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মনিনগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত জামাল ওই গ্রামের বেপারী বাড়ির ওবায়দুল হকের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের ৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। তবে ওই জমিটি বহু বছর ধরে কৃষক জামালের পরিবারের দখলেই রয়েছে এবং তারা সেখানে ধান চাষ করে আসছেন।
শনিবার সকালে জামালের বৃদ্ধ বাবা ওবায়দুল হক ওই ধান খেতে কাজ করতে গেলে একই বাড়ির বাচ্চুর নেতৃত্বে তার তিন ছেলে হাফিজ, শিহাব ও নুরউদ্দিন তাকে বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে জামাল ও তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। ওবায়দুল হককে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে অভিযুক্তরা পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলার একপর্যায়ে অভিযুক্তরা কৃষক জামালের বাম হাত ভেঙে দুই ভাগ করে দেয় এবং মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। এছাড়া তার বুকে খন্তা দিয়ে আঘাত করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে অভিযুক্ত বাচ্চুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহত জামালের পরিবার জানিয়েছে, তারা বর্তমানে হাসপাতালে রোগীর চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন এবং থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...