Logo Logo

টুঙ্গিপাড়ায় অজান্তে আ.লীগের পদ পেয়েছেন দাবি করে দুই নেতার পদত্যাগ


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজেদের অজান্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিতে পদ পাওয়ার দাবি করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই নেতা।


বিজ্ঞাপন


শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন।

পদত্যাগকারী দুই নেতা হলেন— ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চয়ন বিশ্বাস (হরি ঠাকুর) এবং একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলী শেখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে তাদের নাম দলীয় পদবীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে এটি তাদের অগোচরেই করা হয়েছে বলে তারা উল্লেখ করেন। তারা বলেন, "আমরা কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। কে বা কারা আমাদের নাম পদে রেখেছিল, তাও আমাদের জানা নেই।"

বর্তমানে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং স্বেচ্ছায়-সজ্ঞানে আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করার কথা জানান তারা। একইসঙ্গে ভবিষ্যতে কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হবেন না বলেও অঙ্গীকার করেন তারা।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ৪৬ জন নেতাকর্মী সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...