বিজ্ঞাপন
স্থানীয় সময় ৯ জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও আয়োজনের সার্বিক চিত্র তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের সময়কালে বিভিন্ন সংস্কার ও নির্বাচনে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। জবাবে অ্যালিসন হুকার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন দেখতে চায়।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণ কৃষিপণ্য আমদানির প্রস্তাব দেন। পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রে যাতায়াত সহজ করার অনুরোধ জানিয়ে তিনি বিশেষ করে স্বল্পমেয়াদি বি-১ ভিসার ক্ষেত্রে 'ভিসা বন্ড' থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
অ্যালিসন হুকার এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে জানান, ভবিষ্যতে পর্যটকদের অতিরিক্ত সময় অবস্থানের হার কমে এলে ভিসা বন্ডের শর্তাবলি পুনর্বিবেচনা করা হতে পারে। এছাড়া অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে ঢাকা-ওয়াশিংটন সহযোগিতার জন্য তিনি বাংলাদেশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (International Stability Force) অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশের নীতিগত আগ্রহের কথা জানান খলিলুর রহমান। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে গভীর আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে ঢাকার সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছে।
রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সময় খলিলুর রহমান রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন। অ্যালিসন হুকার বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানবিক ভূমিকার স্বীকৃতি দেন এবং ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের জীবিকাভিত্তিক সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে ডিএফসি (DFC) অর্থায়ন এবং উদীয়মান সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মার্কিন আন্ডার সেক্রেটারি জানান, যুক্তরাষ্ট্র এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের মিনিস্টার গোলাম মোর্তুজা জানান, একই দিনে খলিলুর রহমান দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গেও পৃথক বৈঠক করেন। এছাড়া, তিনি বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...