বিজ্ঞাপন
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনো, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল করিম দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম-আহ্বায়ক সুজন সিকদার ও মো. জোবায়ের শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আজিজুর রহমান মুসাব্বির ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে, যা রাজনৈতিক সহিংসতার একটি ভয়াবহ উদাহরণ। এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশব্যাপী বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...