Logo Logo

গোপালগঞ্জ- ২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা


Splash Image

গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনে করা আপিল আবেদনের শুনানি শেষে আজ শনিবার বিকেলে তার প্রার্থিতা বৈধ বলে রায় দেওয়া হয়।


বিজ্ঞাপন


স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া আজ বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। ওই সময় জানানো হয়েছিল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় জটিলতা থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কামরুজ্জামান ভূইয়া নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন তার আপিল গ্রহণ করে শুনানির আয়োজন করে। শুনানি শেষে আজ নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে আদেশ প্রদান করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কামরুজ্জামান ভূইয়া জানান, তিনি নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়ায় তিনি আনন্দিত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...