Logo Logo

ফরিদপুরে ‌বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী


Splash Image

ফরিদপুর জেলা শহরের আলীমুজ্জামান ব্রিজ এলাকায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (আজ) আলীপুর ব্রিজ সংলগ্ন একটি এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তাজনিত কারণে আশপাশের সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে বিশেষ প্রক্রিয়ায় উদ্ধারকৃত বস্তুটি নিষ্ক্রিয় করার কাজ চলছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, উদ্ধার করা বস্তুটি প্রাথমিকভাবে বোমা নাকি ককটেল—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এটি বোমা বা ককটেল সাদৃশ্য বস্তু বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকৃত বস্তুটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...