Logo Logo

ফরিদপুরে উদ্ধার হওয়া শক্তিশালী বোমাটি ধ্বংস করল অ্যান্টি-টেররিজম ইউনিট


Splash Image

অবশেষে ফরিদপুর শহরে উদ্ধারকৃত অত্যন্ত শক্তিশালী ও প্রাণঘাতী বোমাটিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১০ জানুয়ারি) সকালে আলিমুজ্জামান ব্রিজের পাশে উদ্ধার হওয়া ওই বোমাটি আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফরিদপুর পৌরসভার বিসর্জন ঘাট এলাকায় ইলেকট্রিক সংযোগের মাধ্যমে বিস্ফোরিত করে এন্টি টেরোরিজম ইউনিট।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এন্টি টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর শংকর সাহা বলেন, উদ্ধারকৃত বোমাটি ছিল অত্যন্ত শক্তিশালী ও ভয়ংকর। এটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস), যা আলাদা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সংরক্ষিত ছিল।

তিনি আরও জানান, নিয়ন্ত্রিত বিস্ফোরণের সময় বোমাটি প্রায় ১৫ ফুট উচ্চতায় উঠে বিস্ফোরিত হয়। যদি এটি জনবহুল এলাকায় বিস্ফোরিত হতো, তাহলে জেলার জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির আশঙ্কা ছিল।

বোমা বিস্ফোরণের সময় বিসর্জন ঘাটসহ আশপাশের পুরো এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। তবে পূর্বপ্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে বোমাটি নিষ্ক্রিয় হওয়ার পর স্থানীয় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসে। দীর্ঘ সময় ধরে আতঙ্কে থাকা এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...