বিজ্ঞাপন
গতকাল ১০ জানুয়ারি (শনিবার) রাতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পয়েন্টে রাস্তায় পড়ে থাকা ছিন্নমূল ও অসহায় মানুষদের খুঁজে খুঁজে এই শীতবস্ত্র ও গরম কাপড় পৌঁছে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
কনকনে শীতে মানবেতর জীবনযাপন করা মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। জেলা প্রতিনিধি খাইরোচ্ছফা, আব্দুল্লাহ, এবং আব্দুল হামিদের নেতৃত্বে জেলা পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" শুধুমাত্র উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম নয়, এটি মানবিক মূল্যবোধ ও ভলান্টিয়ারিং চর্চার একটি অনন্য কেন্দ্র। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই প্রতি বছরের মতো এবারও তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, ইকবাল বাহার জাহিদের হাত ধরে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি বাংলাদেশে হাজারো তরুণের চোখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনে দিচ্ছে। বিনামূল্যে ১৬টি বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এটি লক্ষ লক্ষ তরুণকে প্রশিক্ষণ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ করে দিয়ে একটি 'স্বপ্ন পূরণের কারখানা' হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
চট্টগ্রামের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতেও আর্তমানবতার সেবায় তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...