বিজ্ঞাপন
নিহত রবিউল ইসলাম পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের তোকিয়া গ্রামের মুনছুর গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি রবিউল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার জেটুয়া গ্রামে নানার বাড়ি থেকে ফিরছিলেন। পথে মাহমুদকাটি বালিয়া খেয়াঘাট দিয়ে নদী পার হওয়ার সময় হঠাৎ মৃগী রোগের আক্রমণে তিনি নৌকা থেকে নদে পড়ে তলিয়ে যান। এরপর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও প্রবল স্রোতের কারণে তখন তার সন্ধান পাওয়া যায়নি।
রোববার সকালে স্থানীয় লোকজন আগড়ঘাটা ফুলতলা খেয়া ঘাটে একটি ট্রলারের গায়ে লাশটি আটকে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পরে নিহতের পরিবারের সদস্যরা এসে পরিচয় শনাক্ত করেন।
গদাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা কপোতাক্ষ নদের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আসছিলেন। আজ সকালে লাশটি ভেসে ওঠার খবর পাওয়া যায়।
পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই রবিউল ইসলাম জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। বর্তমানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
এদিকে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিখোঁজের দিন থেকেই ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা উদ্ধার তৎপরতা চালিয়েছিল। কিন্তু নদের তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। অবশেষে পাঁচ দিন পর তার মরদেহ উদ্ধার হলো।
প্রতিবেদক- মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা, খুলনা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...