বিজ্ঞাপন
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিগত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম পিপিএম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। এছাড়াও র্যাব, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে সভায় কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। বিশেষ করে ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন করে কোনো লাইসেন্স প্রদান না করার বিষয়ে একমত হন সংশ্লিষ্টরা। এছাড়া লাইসেন্সবিহীন অবৈধ যানবাহন চলাচল বন্ধে বিআরটিএ ও জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাস্তার পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদেও অভিযান জোরদার করা হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। এছাড়া সমাজে চুরি, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে কেবল আইনি ব্যবস্থা নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং বাজার সিন্ডিকেট রুখতে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, "জনস্বার্থে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে। শহরের শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রকার আপস করা হবে না।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...