বিজ্ঞাপন
রবিবার (১১ জানুয়ারি) সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমল গ্রহণকারী আদালত—ছাতক) মামলাটি দায়ের করেন জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’র ছাতক উপজেলা প্রতিনিধি মো. ফজল উদ্দিন।
মামলায় অভিযুক্তরা হলেন— ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তানভির আহমেদ জাকির এবং উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা আব্দুস সালাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর আব্দুস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় তানভির আহমেদ জাকির উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদী মো. ফজল উদ্দিন এবং জাতীয় দৈনিক সমকাল, উত্তরপূর্ব ও নিউএজ-এর ছাতক উপজেলা প্রতিনিধি শাহ মোহাম্মদ আক্তারুজ্জামানের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন পোস্ট করেন। অভিযুক্তরা সংশ্লিষ্ট সাংবাদিকদের কোনো বক্তব্য বা অনুমতি ছাড়াই তাদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী সাংবাদিক মো. ফজল উদ্দিন বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে। এতে ব্যক্তিগত ও পেশাগতভাবে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আইনি প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছি।”
মামলার আইনজীবী অ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ ফাহিম জানান, আদালত অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করেছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে এমন ন্যাক্কারজনক অপপ্রচারের ঘটনায় ছাতকের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক নেতারা এক বিবৃতিতে জানান, দায়িত্বশীল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...