Logo Logo

আইনি বাধা না থাকায় গণভোটের প্রচারণা চালাবে সরকার : প্রেস সচিব


Splash Image

ছবি : সংগৃহীত।

গণভোটের প্রচারণা চালাতে অন্তর্বর্তী সরকারের কোনো আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি উল্লেখ করেন, দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞদের লিখিত মতামতের ভিত্তিতেই সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও জনসচেতনতা তৈরির সিদ্ধান্ত নিয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইয়ার ইয়াবস। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সংস্কার এজেন্ডা এবং আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধি দলকে স্পষ্ট করেছেন যে, অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে।

শফিকুল আলম বলেন, "সরকার এ বিষয়ে আইনি পরামর্শ নিয়েছিল। শীর্ষ পর্যায়ের লিগ্যাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ‘হ্যাঁ’ ভোট চাওয়ায় কোনো আইনি বাধা নেই।"

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতও এই গণভোটের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি মনে করেন, প্রয়োজনীয় সংস্কার এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য এই ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ইইউ পর্যবেক্ষক দলের প্রধান জানিয়েছেন, তাদের মিশন এখন দেশব্যাপী বিস্তৃত হবে। তারা মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং বড় রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আলোচনায় আওয়ামী লীগ বা তাদের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত কোনো বিষয়ে কথা হয়নি। প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন যে, আসন্ন নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে।

শফিকুল আলম আরও বলেন, "প্রধান উপদেষ্টা জানিয়েছেন—সরকার এবং নির্বাচন কমিশন একটি উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...