বিজ্ঞাপন
এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে সোয়ান গ্রুপ ও টুয়েলভ ক্লোথিং। শীতের তীব্রতা থেকে রক্ষা ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের হাজিপুর, বাড়িয়ালা, শ্রীমন্তপুর ও ফুলবাড়ী গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের পাশাপাশি হাজিপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সিএসআর প্রকল্পটির নেতৃত্ব দেন হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬-এর ক্যাম্পাস ডিরেক্টর সালমান আল ফারসি। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি টিম লিড (ইন্টারনাল অ্যাফেয়ার্স) ইউছুফ আবদুল্লাহ তকী এবং অ্যাসোসিয়েট (লজিস্টিকস অ্যান্ড অপারেশন্স) সাজিদ হোসেন অন্তু। পুরো কার্যক্রমে সংগঠনের স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ উদ্যোগটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্থানীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদরা। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট লুৎফুল হাকিম (নওরোজ), মো. তারিকুল ইসলাম (খোশরোজ), অধ্যাপক মো. জাহিদুল ইসলাম (দিলু) এবং অধ্যাপক মো. হাবিবুল হাকিম (শাহীন)।
শীতবস্ত্র বিতরণের সময় গ্রামবাসীদের মুখে ফুটে ওঠা হাসি ও কৃতজ্ঞতা ছিল এই উদ্যোগের সবচেয়ে বড় অর্জন। স্থানীয়দের উষ্ণ অনুভূতি ও আন্তরিক ধন্যবাদ প্রমাণ করে—মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া ছোট উদ্যোগও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে বড় পরিবর্তনের আশাবাদ জাগাতে পারে।
হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এমন মানবিক ও টেকসই উদ্যোগ অব্যাহত রাখবে।
প্রতিবেদক- আলী আশরাফ, মাগুরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...