বিজ্ঞাপন
নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে। এসব শুনানিতে দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বক্তব্য ও যুক্তি উপস্থাপনের সুযোগ পাচ্ছেন।
এর আগে শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি সম্পন্ন হয়। ওইদিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের মধ্যে ৫১টি মঞ্জুর করে ইসি। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা একটি আপিলও মঞ্জুর হয়। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রথম দিনের শুনানিতে ১৫টি আপিল নামঞ্জুর করা হয় এবং ৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।
রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের শুনানিতে নির্বাচন কমিশন ৭০ জন প্রার্থীর আপিল শুনানি গ্রহণ করে। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করা হয়। একই সঙ্গে ৭ জনের আপিল নামঞ্জুর এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়। পেন্ডিং তালিকাভুক্ত আবেদনকারীদের পরবর্তী সময়ে শুনানির জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া শনিবার বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর করেছে ইসি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...