বিজ্ঞাপন
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য ও মাদক প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল অভিযান শুরু করে। রাতভর চলা এই অভিযানে ৬১ কেজি গাঁজা, বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি, শাল, থ্রি-পিস, কম্বল এবং ঔষধ জব্দ করা হয়। এছাড়া চোরাচালানে ব্যবহৃত যানবাহন ও বেশ কয়েকটি ভারতীয় গরুও আটক করা হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জব্দকৃত এসব মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা এবং কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযান প্রসঙ্গে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমাদের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে।”
উল্লেখ্য, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারির ফলে গত কয়েক মাসে উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও অবৈধ পণ্য উদ্ধার সম্ভব হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...