Logo Logo

বরিশালে শিক্ষার্থী বহনকারী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ চালক আহত


Splash Image

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী একটি বাসের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন জাকির শরিফের স-মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে বাস ও কাভার্ড ভ্যানের চালক আহত হয়েছেন। তবে বাসে থাকা শিক্ষার্থীরা অক্ষত থাকলেও তারা চরম আতঙ্কিত হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের তুলছিল। এ সময় পটুয়াখালী থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটির সামনে সজোরে আঘাত করে। সংঘর্ষে উভয় গাড়ির সম্মুখভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় দুই গাড়ির চালক আহত হলে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে বড় ধরনের আশঙ্কার বিষয় ছিল বাসে থাকা কোমলমতি শিক্ষার্থীরা। ঘটনার আকস্মিকতায় তারা প্রচণ্ড ভয় পেলেও সৌভাগ্যক্রমে কোনো শিক্ষার্থী শারীরিক আঘাত পায়নি।

বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দুর্ঘটনার সময় বাসের ভেতরে বা বাইরে থাকা কোনো ছাত্রছাত্রী আহত হয়নি। তারা সবাই নিরাপদ রয়েছে।

দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...