বিজ্ঞাপন
সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, "এখন পর্যন্ত পরিবেশ ভালোই মনে হচ্ছে। তবে প্রচারণা শুরু হলেই এ বছরের সঠিক পরিস্থিতি আঁচ করা যাবে। বর্তমানে দলগুলো নিজেদের সাংগঠনিক প্রস্তুতি এবং মনোনয়নপত্র গোছানোর কাজে ব্যস্ত রয়েছে।"
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, "সরকার এখন পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা তাদের ব্যর্থতা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে আমি মনে করি না। তবে আশাবাদী যে, নির্বাচন চলাকালীন পরিস্থিতির উন্নতি হবে।"
সাবেক ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই সদস্য দেশের সাম্প্রতিক ক্রিকেট বিতর্ক নিয়ে কথা বলেন। তিনি বলেন, "ক্রিকেটের সাথে এখন আন্তর্জাতিক রাজনীতি জড়িয়ে গেছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, তবে ছোটখাটো অভ্যন্তরীণ বিষয়গুলো নিজেদের মধ্যে সমাধান করাই শ্রেয়।"
আওয়ামী লীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল। দেশের যা কিছু ইতিবাচক অর্জন—একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, সংসদীয় সরকার ব্যবস্থা এবং বিচার বিভাগের স্বাধীনতা—সবই বিএনপির হাত ধরে এসেছে। আমাদের ৩১ দফার মধ্যেই বর্তমান সংস্কার কমিশনের অনেক প্রস্তাবনা আগে থেকেই অন্তর্ভুক্ত ছিল।"
দলের চেয়ারম্যান তারেক রহমানের সফর সম্পর্কে তিনি জানান, তারেক রহমান শীঘ্রই উত্তরাঞ্চলে আসবেন। বগুড়া ও দিনাজপুরের পারিবারিক সম্পর্কের পাশাপাশি তিনি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
ভারতের সাথে সম্পর্কের বিষয়ে মির্জা ফখরুল বলেন, "বিএনপি ক্ষমতায় এলে তিস্তা ও পদ্মাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে কার্যকর আলোচনা করবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সঠিক কূটনৈতিক আচরণের মাধ্যমে আমরা সকল দাবি আদায় করতে সক্ষম হব।"
গণভোট প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধ করাই বড় কথা। যারা বিদেশে বসে বড় কথা বলে কিন্তু রাজপথে থাকে না, তাদের কাছে অনেক কিছু বড় মনে হতে পারে; তবে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে জানে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...