Logo Logo

গোপালগঞ্জ-১ আসন

আপিল করে ভোটের দৌড়ে কারাবন্দী শিমুল


Splash Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।


বিজ্ঞাপন


আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। আশরাফুল আলম শিমুলের ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম মুঠোফোনে গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩ জানুয়ারি ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন শিমুল। আজ শুনানিতে তার আবেদন গ্রহণ করে প্রার্থীতা বৈধ বলে রায় দেয় কমিশন।

মনোনয়নপত্র ফিরে পেলেও আশরাফুল আলম শিমুল বর্তমানে কারাগারে রয়েছেন। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই হুমায়ুন কবীর জানান, জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে রিয়াজ মোর্শেদ অপু হত্যা মামলায় শিমুলকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিয়াজ মোর্শেদ অপু। ওই ঘটনায় নিহতের খালা রুমা বেগম গত বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৮৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবীর এই মামলা থেকে ১৬ জনকে অব্যাহতির সুপারিশ করেছিলেন। তবে বর্তমানে এই মামলার আসামী হিসেবেই কারাগারে থেকে নির্বাচনী লড়াইয়ে ফিরলেন আশরাফুল আলম শিমুল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...