বিজ্ঞাপন
সোমবার ফেনী শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয়। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, যুগ্ম সম্পাদক রাকিবুল হক, কামরুজ্জামান সুমন, সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন দুলাল, দপ্তর সম্পাদক খুরশিদ রহমান সূর্য, প্রচার সম্পাদক আলাউদ্দিন, অর্থ সম্পাদক আবদুল হাই ছুট্টু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর মোরশেদ পিন্টু এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মামুন খান।
এছাড়াও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যোবায়ের হোসেন ও সদস্য সচিব বেলাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান ও সদস্য সচিব ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা চাঁন মিয়া, যুগ্ম আহ্বায়ক মিশকাতুর রহমান মামুন, মাসুদ হাসান জুয়েল, সাইফুল ইসলাম, দাগনভূঞা উপজেলা আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব জহিরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা মুসাব্বির হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন নেতারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...