Logo Logo

জামালপুরের বকশীগঞ্জে বিষপানে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিষপানে মুসলিমা (১২) নামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদেরচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মুসলিমা ওই গ্রামের মোফাজ্জল মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে মুসলিমা বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কিছু সময় পর তাকে মৃত ঘোষণা করা হয়। কী কারণে ওই কিশোরী বিষপান করেছে—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদেরচর গ্রাম থেকে মরদেহটি থানায় নিয়ে আসা হয়। তাৎক্ষণিকভাবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি। বর্তমানে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কার্যক্রম চালাচ্ছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন,

“খবর পেয়ে নিহত কিশোরীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...