Logo Logo

সরাইলে শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

সরাইল উপজেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শোক সভায় উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক মোঃ রমজান আলী সভাপতিত্বে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ বিপ্লব, বিএনপি নেতা এনামুল হক লোকমান ও মোঃ কামাল পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনীত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবী। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার সহ স্থানীয় বিএনপির নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিবীর বলেন আগামীর রাষ্ট্র নায়ক হবেন জনাব তারেক রহমান। আমার খেজুর গাছ মার্কা ভোট দিয়ে ধানের শীষকে জয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। পাশাপাশি সরাইলের উন্নয়নের গতি ধরে রাখতে আমাকে নির্বাচিত করুন। এসময় বক্তারা বলেন তারেক জিয়ার নির্দেশ ও দলীয় সিদ্ধান্তে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা সকলের দায়িত্ব ও কর্তব্য।

বক্তব্য শেষে মাওলানা জুনায়েদ আল হাবিবী দোয়া পরিচালনা মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াসহ বাংলাদেশের সকল নাগরিক ও বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...