Logo Logo

কোটালীপাড়ায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে প্রবাসীর মৃত্যু


Splash Image

ছবিটি এআই দ্বারা নির্মিত।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার আশুতিয়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত কাশেম মোল্লা কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কাশেম মোল্লা তার ভাই হোসেন আলী মোল্লার ইজিবাইকটি শখের বশে চালাতে যান। আশুতিয়া এলাকায় ইজিবাইকটি চালানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে থাকা গভীর খালের পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই হোসেন আলী মোল্লা জানান, "ভাই কিছুদিন আগেই সৌদি আরব থেকে বাড়িতে এসেছিল। আজ সকালে শখ করে আমার ইজিবাইকটি নিয়ে বের হয়। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খালের পানিতে পড়ে যায়। আমরা ওকে জীবিত উদ্ধার করতে পারলাম না।"

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, প্রবাসীর এমন আকস্মিক মৃত্যুতে আশুতিয়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...