Logo Logo

ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩


Splash Image

মাদারীপুরে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের চাপায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।


বিজ্ঞাপন


আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী একটি ভ্যান তাতিবাড়ি এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান সেটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় আরও একজন যাত্রী আহত হন, যাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই ভ্যানের উপরে থাকা তিনজন নিহত হয়েছেন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যানজট নিরসনে কাজ করছে।"

শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...