Logo Logo

নোয়াখালীতে ডাকাতি ও গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার


Splash Image

নোয়াখালী সদর উপজেলায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় জড়িত ইউসুফ ওরফে রুবেল (৩৭) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃত ইউসুফ ওরফে রুবেল লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের আব্দুল হালিমের ছেলে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-১১ ও র‍্যাব-৭-এর একটি যৌথ দল সুধারাম মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে নোয়াখালী সদর উপজেলার কালাধরা ইউনিয়নে একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ওই সময় ডাকাত দলের সদস্যরা এক নারীকে গণধর্ষণ করে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হলে র‍্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় ইতিপূর্বে এই মামলার আরও তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই দীর্ঘ অনুসন্ধানের পর মূল অভিযুক্তদের অন্যতম ইউসুফ ওরফে রুবেলকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়েও নজরদারি অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...